এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের মেলান্দহে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া দিলে গরুসহ ট্রাক রেখে পালিয়েছে কয়েকজন চোর। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিনটি বাড়ি থেকে সাতটি গরু চুরি করে চোর চক্রটি। এরপর সেই গরু ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। পরে মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ–জামালপুর মহাসড়ক দিয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেল নিয়ে সেই ট্রাককে ধাওয়া করা হয়। একপর্যায়ে ট্রাকচালক সেই মোটরসাইকেলকে ধাক্কা দেন। মোটরসাইকেলটি নিচে পড়ে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে চোরের দল সব রেখে পালিয়ে যায়।
গরুর মালিক শাহজালাল বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আমার ৪ গরু চুরি হয়। আমি সকালে বিষয়টি বুঝতে পারি। এরপর সেই গরুর খোঁজ করতে গিয়ে ট্রাকটিকে ধাওয়া করে আটকানো হয়। এর মধ্যে আমার একটি গরু মারা গেছে।
শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার সাইফুল ইসলামের দুটি গরু চুরি করে চোর চক্রটি। তিনি বলেন, গরু চুরির বিষয়টি আজ সকালে আমি জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি চোর চক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে। সেখানে খোঁজ নিয়ে আমার গরু দুটি দেখতে পাই।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রটি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।