সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০০:০২

‘মায়ে পুতে মিল্লা দেশটা খাইলো গিল্লা’

‘মায়ে পুতে মিল্লা দেশটা খাইলো গিল্লা’

জামালপুর : ‘মায়ে পুতে মিল্লা দেশটা খাইলো গিল্লা’।  অথচ ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার সময় চোখে পানির অভাব ছিল না তার।


বুধবার বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী হাইস্কুল মাঠে এক সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।  কৃষক হত্যা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপি নেত্রী মুখে ম্যাকাপ মেরে, মাথায় চুল ফুলিয়ে জনগণের সামনে আসেন।  স্বামী ও ছেলের মৃত্যুতে তার চোখে পানি আসে না।  

কৃষিমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাবস্থায় খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন।  রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাত করেছেন।  এখন তিনি গুলশান দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় বন্দী থেকে দলীয় লোকজন দিয়ে একের পর এক পেট্রলবোমা ও গানপাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।  এ জন্য একদিন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আপনারা নৌকায় যদি ভোট দেন তাহলে দেশে সার-তেলের কোন অভাব হবে না।  আপনারা আমাদের কথা রেখেছেন।  তাই শেখ হাসিনার সরকারও আপনাদের কথা রেখেছেন।

কৃষিমন্ত্রী বলেন, আমরা পর্যাপ্ত সার-তেলের পাশাপাশি উন্নতমানের বীজ সরবরাহ দিচ্ছি।  কৃষক আজ উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন।  দেশে কোনো খাদ্য ঘাটতি নেই।  দেশে পর্যাপ্ত খাদ্য সংরক্ষণে রেখেই খাদ্য রফতানি করছি।  আলু, চিংড়ি, সবজি রফতানি করছি।  মুরগির মাংস বিদেশে রফতানির উদ্যোগ নেয়া হয়েছে।  

মেলান্দহের আলোচিত কৃষক কবির হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
১৯ মার্চ,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে