এসব পেট্রলবোমা এতদিন গাড়ি পুড়িয়েছে। কেড়ে নিয়েছে দেশের সাধারণ মানুষের প্রাণ। এবাব সেই পেট্রলভান্ডারেই আগুন লেগে গেল। ঘটনাটি ঘটেছে জামালপুরে একটি পেট্রলের দোকানে। এ ঘটনায় পুড়ে গেছে তিন দোকান।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ২টি ইউনিট। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, বেলা পৌনে ১১টায় জামালপুর সদর উপজেলার নান্দিনা পশ্চিম বাজারে লেমনের পেট্রল বিক্রির দোকান থেকে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়।
তারা আরো জানায়, এ ঘটনার মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউপি চেয়ারম্যান লুৎফুল কবীর গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১২টা থেকে এলাকায় বিদ্যুৎ নেই। এসময় লেমনের পেট্রলের দোকান থেকে আগুনের সূত্রপাত। কিভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।
১৭ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজি২৪/প্রতিনিধি/তাহের