সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০১:৫৫

কবর থেকে চুরি হলো বাবা-মেয়ের লাশ!

কবর থেকে চুরি হলো বাবা-মেয়ের লাশ!

জামালপুর : কবরস্থান থেকে লাশ চুরির কথা শোনা গেলেও এবার সত্যতা মিলেছে জামালপুরে।  প্রশাসনের দাবি, মরদেহ চুরির ঘটনা কেবলই গুঞ্জন। জেলার অন্যান্য উপজেলাতেও রয়েছে এমন অভিযোগ।  এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে।


এক মাস আগে দুনিয়া থেকে চলে যান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কামিজ উদ্দিনের মেয়ে মিছিরন।  কয়েকদিনের মাথায় কামিজ উদ্দিনও মারা যান।  

পৌর কবরস্থানে মেয়ের পাশে সমাহিত করা হয় বাবাকে।  সম্প্রতি গুঞ্জন ওঠে ওই কবরস্থান থেকে লাশ আর কঙ্কল চুরি হচ্ছে।  উদ্বিগ্ন স্বজনরা কামিজ উদ্দিন ও মিছিরনের কবর খুঁড়ে দেখতে পান, ঘটনা সত্য,  গুজব নয়।

স্থানীয়রা বলেন, কবর খুঁড়ে দেখা যায়, ভেতরে লাশ নেই।  শুধু কাফনের কাপড় পড়ে আছে।

এলাকাবাসী বলেন, এমন ঘটনা আরো কবরের পাশে মাটি খোঁড়া দেখা যায়।  শুধু তাদেরই নয় আরো মরদেহ কিংবা কঙ্কল চুরি হয়েছে বলে তাদের শঙ্কা।  রাতের অন্ধকারে যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তিও দাবি করেন তারা।

তাদের মতে, যারা এ ধরনের কাজ করে তাদের শাস্তি হওয়া উচিত। প্রশাসনের কাছে দাবি, এসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

এলাকাবাসীর এমন অভিযোগে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বলছে, লাশ চুরির ঘটনার সত্যতা নেই।  জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আবদুল কাদের শেখ বলেন, লাশ চুরি করার চেষ্টা করেছে কিন্তু চুরি করতে পারেনি।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, কবর থেকে লাশ কিংবা কঙ্কাল চুরির কোনো ঘটনা ঘটেনি।  তবে দুয়েকটি পায়ের ছাপ দেখা গেছে।  একটি কবরের এক পাশের বাঁশ উঠানো ছিল।  সূত্র : যমুনা টিভি
২৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এফএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে