মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ০২:২৫:৩৫

গোপন মিটিং আওয়ামী লীগ নেতার বাড়িতে, তারপর...

গোপন মিটিং আওয়ামী লীগ নেতার বাড়িতে, তারপর...

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন মিটিং করার সময় আওয়ামী লীগ নেতার ৮ অনুসারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), মাহমুদুর রহমান (৪৫) ও আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার ও মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার বিজয়।

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। তারা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘গোপন মিটিং করার সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে