এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় যুবদল নেতাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সমর্থক বলে অভিযোগ করেছেন আহতরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তারা জোরপূর্বক তাদের জমিজমা দখল করে রেখেছিল। সরকার পতনের পর সেই জমি ফেরত চাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার দুপুরে মহাদান ইউনিয়নের মলদায়ি গ্রামে ডা. মুরাদ হাসানের সমর্থক ছাত্রলীগ নেতা ফারুক, রুবেল সাব্বিরের নেতৃত্বে তাদের উপর হামলা করে। তারা কুপিয়ে আহত করে যুবদল নেতা আক্তার হোসেনকে। এতে নওশাদ শেখসহ ৪ থেকে ৫ আহত হন।
গুরুতর আহত আক্তারকে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ছাত্রলীগ নেতাদের বাঁধার মুখে চিকিৎসা নিতে না পেরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, জমিজমা নিয়ে বড় ধরনের মারামারি হয়েছে। এই ঘটনায় ফারুকদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।