এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরে শ্রমিক দল নেতার সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকাজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।
অভিযুক্ত শ্রমিক দল নেতার নাম আবু বক্কর সিদ্দিক। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী নারী শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিকসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক এর আগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা রায়হান রহমতুল্লাহ রিমুর পক্ষে প্রচারণা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা শ্রমিক দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকায় ২০২২ সালের বিভিন্ন সময়ে তাকে প্রলোভন দেখিয়ে মোট ২২ লাখ ৩০ হাজার টাকা ধার নেন আবু বক্কর সিদ্দিক। পরবর্তীতে টাকা ফেরত চাইলে শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক ওই নারীকে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক
করে মোবাইলে ভিডিও ধারন করেন। এরপর টাকা ফেরত না দিয়ে মোবাইলে ধারন করা ভিডিও দিয়ে ব্ল্যাক মেইল করতে থাকেন। ওই নারীর স্বামী দেশে ফেরার পর টাকা ধারের টাকা ফেরত চাইলে শ্রমিক দল নেতা আবু বক্কর শারিরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই নারী থানায় অভিযোগ দেন। সম্প্রতি কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিক দল নেতার সঙ্গে ওই নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়।
মাদারগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন বলেন, এর আগেও আবু বক্করকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল। যদি ওই নারী থানায় অভিযোগ দিয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে। আর তার বিষয়ে শ্রমিক দলের জেলা কমিটি সিদ্ধান্ত নেবে।
জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলে কোনো অন্যায়কারীর স্থান নেই। ঘটনার সত্যতে পেলে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি আবু বক্করের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত উপজেলা শ্রমিক দলেল সহসভাপতি আবু বক্কর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার মন্তব্য নেওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, একজন নারী আবু বক্করের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।