জামালপুর : লিলি পাগলি। এ নামেই পরিচিত। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। দু’কান ও নাকের ডান পাশে ছেড়া দাগ। তার কান ও নাকের অলঙ্কার কে জানি ছিঁড়ে নিয়ে থাকতে পারে। হালকা মানসিক রোগে আক্রান্ত লিলি পাগলি বাবা-মা কিংবা স্বামীর সংসার থেকে ছিটকে পড়ে থাকতে পারেন।
কেউ নাম জিজ্ঞেস করলে বলেন, আমার নাম লিলি। গ্রামের নাম গাছবয়ড়া। থানার নাম জিজ্ঞাসা করলে বলেন সরিষাবাড়ী। কিন্তু পরমুহূর্তে জিজ্ঞাসা করলে বলেন, জানি না।
আবার বাবা-মা, দাদা, নানা, ভাই-বোন, স্বামী ও ছেলেমেয়ের নাম জিজ্ঞেস করলে একেক সময় একেকজনের বিপরীতে একেকজনের নাম বলেন। বাবা ও ভাইয়ের নাম একবার নুরল আমিন বললে পরমূহূর্তেই বলেন রুহুল আমিন, আজগর অথবা গফুর। আবার মা ও বোনের নাম জিজ্ঞাসা করলে একবার জোসনা বললে পরমুহূর্তেই বলেন সালেহা।
আজ থেকে দু’মাস আগে ছন্নছাড়া ভাব নিয়ে পথে পান্তরে ঘুরছিলেন মেয়েটি। একপর্যায়ে তাকে আশ্রয় দেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পশ্চিম দিলালের পাড়া গ্রামের ষাটোর্ধ্ব আব্দুল জব্বার মণ্ডল।
তিনি মেয়েটিকে নিজের মেয়ের মতো আদর করেন। কিন্তু বয়সের ভারে ক্রমেই ন্যুব্জে পড়ছেন আব্দুল জব্বার। এ অবস্থায় প্রকৃত স্বজনদের কাছে মেয়েটিকে পৌঁছে দিতে চান তিনি।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম