জামালপুর : ১০ হাজার মণ পাট পুড়ে গেল পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের জেলায়। জামালপুরে ৩টি পাট গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১০ হাজার মণ পাট।
আজ সকাল ১১টার দিকে শহরের তামালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে অগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে শহরের তামালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে অগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী লুৎফর রহমান ও বিজন কুমারের গুদামে।
তারা জানায়, খবর পেয়ে জামালপুর ও শেরপুরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জামালপুর অঞ্চলের সহকারী পরিচালক রুহুল কুদ্দুস জানিয়েছেন, বজ্রপাতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
০৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম