জামালপুর প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে জামালপুরের মাদারগঞ্জে মাহমুদুল হক (২২) নামে এক বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মাল্টিপারপাস হলকক্ষের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল জানান, গত বৃহস্পতিবার রাতে ৪০ জন বিজিবি সদস্য মাদারগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে আসেন। তাদের উপজেলা পরিষদ চত্বরে একটি মাল্টিপারপাস হলকক্ষে থাকতে দেয়া হয়। শনিবার বিকেলে ওই হলকক্ষের পেছনে বিজিবি সদস্য মাহমুদুল হকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
তিনি জানান, মাহমুদুল হক নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, বিজিবি সদস্য মাহমুদুল হক নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম