বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৮:৫০:০৯

বন্যহাতির সঙ্গে চলছে হাজার হাজার মানুষের লড়াই!

বন্যহাতির সঙ্গে চলছে হাজার হাজার মানুষের  লড়াই!

জামালপুর : বন্যহাতির সঙ্গে চলছে হাজার হাজার মানুষের লড়াই।  ৫০-৬০টি ভারতীয় বন্যহাতির সঙ্গে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত দুজন মারা গেছেন।

ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়।  

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ লড়াইয়ে বুধবার বিকেবল পর্যন্ত অন্তত দু'জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ৫ জন।  এসময় প্রায় একশ' একর জমির ফসলও নষ্ট হয়েছে।
 
স্থানীয়রা জানান, গত রাত থেকেই বন্যহাতি তাণ্ডব শুরু করে।  হাতির পাল থেকে ফসল বাঁচাতে বন্যহাতির সঙ্গে এলাকার বাসিন্দাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
 
রাত থেকে শুরু হয়ে বুধবার বিকেল পর্যন্ত হাতির সঙ্গে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  

এ সময় হাতির শুঁড়ের আওতায় ধরা পরে স্থানীয় দুই ব্যক্তি প্রাণ হারান।  হাতি শুঁড় দিয়ে ধরে মাড়িয়ে দেয়। নিহতরা হলেন পাথরের চর গ্রামের লতিফ (৬০) ও জহুরুল (৬৫)।
 
হাতির তাণ্ডবে এলাকার পাট, কচু ও তিল ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
 
জেলা প্রশাসক সাহাবুদ্দিন খানের বরাদ্দ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলা মো. সাইফুল ইসলাম।
 
এদিকে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। হাজার হাজার লোক ঢাল, সুরকি, মশাল নিয়ে হাতির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
 ৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে