জামালপুর : কাঁঠালের বিচি নিয়ে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মণ্ডল মিয়া (৫৫) ও মোশারফ মিয়া (৫০)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভাধীন গোয়ালগাঁও মধ্যপাড়া গ্রামের মণ্ডল মিয়ার সাত বছরের নাতি শামীমের সাথে কাঁঠালের বিচি নিয়ে খেলতে গিয়ে প্রতিবেশী মোশারফ মিয়ার আট বছরের নাতি মঞ্জুরার সাথে ঝগড়া করে।
পরে দুই শিশুর ওই ঝগড়াকে কেন্দ্র করে দু'পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বকশীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মোশারফ মিয়া ও তার নিকত্মীয়রা হামলা করে মণ্ডল মিয়াকে বেধড়ক মারধর করে।
অপরদিকে মণ্ডল মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে মোশারফ মিয়াকে বেধড়ক পিটুনি দেয়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষ চলাকালে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে মণ্ডল মিয়া ও আজ শুক্রবার সকাল ৮টার দিকে মোশারফ মিয়া মারা যান।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুই ব্যক্তি নিহতের খবর জেনে উভয় পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম