জামালপুর : শিং গজায় পশুর মাথায়, কিন্তু কখনো কি শুনেছেন মানুষের মাথায় শিং গজিয়েছে? আল্লাহর কি কুদরত, এমনই এক মানুষের সন্ধান মিলেছে জামালপুরে।
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১১০ বছর বয়সী বৃদ্ধ আয়াত আলী শেখ। জামালপুর শহরের লাঙ্গলজোড়া গ্রামে তার বাড়ি।
গত ১৪ জুলাই জামালপুর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় ৬ নম্বর ওয়ার্ডের সার্জিক্যাল বিভাগে মাথায় শিং নিয়ে ভর্তি হয়েছেন তিনি।
ডাক্তারি ভাষায় এটি একটি সাধারণ রোগ। রোগের নাম সেফাছিয়াস হর্ণ। মানুষের মাথায় শিং গজানোর খবরে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন হাসপাতালে আসছেন আয়াত আলী শেখকে একনজর দেখতে।
মাথায় শিং গজানো বৃদ্ধ আয়াত আলী জানান, আজ থেকে বছর খানেক আগে তার মাথায় প্রথমে বড় একটি ফোঁড়া বের হয়। পরে ওটা দিন দিন বড় হয়ে শিং-এর মত হয়েছে।
শিংটি এরই মধ্যে ১২ সেন্টিমিটার লম্বা হয়েছে। কিছুদিন ধরে শিংটির গোড়ায় প্রচণ্ড ব্যথা করায় শিংটি অপসারনের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল সার্জন ডা. নুরে আলম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আয়াত আলী শেখ সেফাছিয়াস হর্ণ রোগে ভুগছেন।
তিনি বলেন, এটা খুব জটিল কোনো রোগ না। অপারেশনের মাধ্যমে খুব সহজেই হর্ণটি অপসারণ করা সম্ভব। তবে এ রোগীকে দেখতে কৌতূহলী মানুষরা হাসপাতালে আসছেন।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম