জামালপুর: ভারতের আসাম রাজ্য থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে আসা বুনোহাতিটি উদ্ধারে ভারতের তিন সদস্যের প্রতিনিধি দল আসছে আজ বুধবার।
জুন মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে ঢোকার পর বিভিন্ন অঞ্চল হয়ে হাতিটি এখন জামালপুরের সরিষাবাড়ীতে বানের পানিতে ঘুরছে। সেখান থেকেই বন অধিদফতরের কারিগরি দল ও ভারতীয় প্রতিনিধি দলের যৌথ উদ্যোগে হাতিটি উদ্ধার করা হবে। এলাকাবাসী ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র জানিয়েছে, বন্য হাতিটি দীর্ঘদিন ধরে পানির মধ্যে থাকায় ও খাবার না পাওয়ায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
প্রতিদিন হাতিটিকে উৎসুক মানুষ ডাঙ্গায় উঠতে না দেওয়ায় সারাদিন বানের পানিতেই অবস্থান করছে। ডাঙ্গায় ওঠার জন্য হাতিটি প্রতিদিন ২০ থেকে ৩০ মাইল বানের পানিতে ঘুড়ে বেড়াচ্ছে বলেও জানান স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বুনোহাতিটি সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামে বানের পানিতে আখের খেতে অবস্থান করছিল। ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, হাতিটি দীর্ঘ দিন বন্যার পানিতে থাকায় ও খাবার না পাওয়ায় ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। বুধবার হাতিটি উদ্ধারে ভারতের তিন সদস্যের প্রতিনিধি দল সরিষাবাড়ীতে আসছে।
বাংলাদেশে ঢোকার পর গত ২৭ জুন থেকে হাতিটি ৯ জুলাই পর্যন্ত কুড়িগ্রামের রৌমারিতে ছিল। এরপর গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ হয়ে বুনোহাতিটি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে জামালপুরে অবস্থান করছে। হাতিটি সর্বশেষ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চর থেকে সরিষাবাড়ীতে আসে।
বুধবার বিকেলের মধ্যে আসাম থেকে বন কর্মকর্তা, হাতি বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত মাহুতসহ একটি দল সেখানেই পৌঁছাবে। এরপর পরিকল্পনা অনুযায়ী হাতিটি উদ্ধারে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ-ভারত। এর আগে হাতিটিকে উদ্ধারের জন্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সাফারি পার্কে দায়িত্বরত দক্ষ মাউত কোকিল চন্দ সরিষাবাড়ীতে পৌঁছান শনিবার। ওইদিন বিকেলে সাফারি পার্কের সাত সদ্যসের আরো একটি দলও সেখানে পৌছায়।
এছাড়া গত কয়েকদিন ধরে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে প্রাণী সম্পদ অধিদফতরের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল হাতিটি উদ্ধারের জন্য সরিষাবাড়ীতে অবস্থান করছে। এ তথ্য নিশ্চত করে সাফারি পার্কের কর্মকর্তা অসিম মল্লিক জানান, হাতি উদ্ধারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকাটি বন্যাকবলিত হওয়ায় হাতি উদ্ধার করতে সময় লাগতে পারে।-সমকাল
৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ