নিউজ ডেস্ক : বিতর্কটা শুরু একটা পোস্টারকে ঘিরে। কয়েক দিন যাবত অনলাইনসহ বিভিন্ন সামাজিক মিডিয়ায় পোস্টারটি ঘোরাফেরা করছে। "সজীব ওয়াজেদ জয় লীগ" লেখা পোস্টারটিতে ঢাকা কমিটির সভাপতি মো: রনি আহমেদ নামে এক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি হাসু সরদার।
বিষয়টি জানাজানি হতেই মুখ খুললেন প্রধানমন্ত্রী পুত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের নামে এমন একটি সংগঠনের আত্মপ্রকাশের তৎপরতা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীপুত্র। নিজের ফেইসবুক পাতায় এই প্রতিক্রিয়া জানান জয়।
জয় বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ "সজীব ওয়াজেদ জয় লীগ" খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই।’
তিনি আরো বলেন, ‘আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার মাতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’
উল্লেখ্য, আগে এ উদ্যোগকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দেখছেন আরেকটি ‘ধান্দাবাজি’ হিসেবে।
৮ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস