বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২১:৩২

প্রধানমন্ত্রীকে সংবর্ধনার দেবে আ’লীগ

 প্রধানমন্ত্রীকে সংবর্ধনার দেবে আ’লীগ

ঢাকা : ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়া উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন দলের নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাবেন।

শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার দলের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। বৈঠক শেষে সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ অক্টোবর বেলা দেড়টায় দেশে ফিরবেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য এ বি তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস প্রমুখ।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। প্রস্তাব এসেছে, দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বিমানবন্দরের লাউঞ্জে থাকবেন। সঙ্গে থাকবেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা।
প্রধানমন্ত্রীর গণভবন যাত্রার পথে পথে ফুল, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে শ্রদ্ধা জানাবেন নেতা-কর্মীরা।

আরও প্রস্তুতি বৈঠক: বুধবার সকালে একই কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করবেন। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা যৌথ সভা কর্মসূচি রয়েছে মহানগর আওয়ামী লীগের। চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ১ অক্টোবর ধানমন্ডির কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ যৌথ সভা করবে। সেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগর ও এর আশপাশের জেলার শীর্ষ নেতা ও স্থানীয় সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে