মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১০:৪২:১৪

ঢাকা ত্যাগ করেছেন উত্তর কোরিয়ার সেই কূটনীতিক

ঢাকা ত্যাগ করেছেন উত্তর কোরিয়ার সেই কূটনীতিক

নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার সেই কূটনীতিক হান থন ইক ঢাকা ত্যাগ করেছেন। সোমবার দুপুরেই তিনি ঢাকা ছাড়েন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো চিঠির প্রেক্ষিতে সোমবারের মধ্যে ওই কূটনীতিককে ঢাকা ছাড়ার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, এনবিআরের চিঠির সঙ্গে যুক্ত করা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি প্রতিবেদনে বলা হয়- কিছুদিন আগে কমলাপুরে আইসিডি দিয়ে থান হন ইক একটি পণ্য চালান নিয়ে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেখানে ঘোষণা বহির্ভূত পণ্য রয়েছে। পরে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতর ও বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষা করে দেখা যায়, ওই চালানে আমদানি নিয়ন্ত্রিত বিদেশি সিগারেট, খাদ্য ও পাণীয় এবং ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় সাড়ে তিন কোটি টাকার ঘোষণা বর্হিভূত পণ্য রয়েছে।
০৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে