মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১০:৫১:৪৬

র‍্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০জনের নাম

র‍্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০জনের নাম

নিউজ ডেস্ক : সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা আবারও হালনাগাদ করা হয়েছে। এবার ৭০জনের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

সোমবার রাতে এই হালনাগাদ তালিকাটি প্রকাশ করা হয়। র‍্যাবের কর্মকর্তারা বলছেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ।

এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র‍্যাব।

কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয়, কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল, এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে।

এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। র‍্যাব জানিয়েছিল, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৬৮জনের নতুন তালিকা তৈরি করা হয়। এবার ৭০ জন নিখোঁজের এই তালিকাটি প্রকাশ করা হলো।

গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গি হামলার পর যখন জানা যায় যে ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন এবং অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাবার ঘটনা ঘটেছে - তখনই নিখোঁজদের ব্যাপারে দেশ জুড়ে সবার আগ্রহ তৈরি হয়।

এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে - এই আশংকা দেখা দেয় অনেকের মনেই।

এমন প্রেক্ষাপটে প্রথম নিখোঁজদের তালিকা প্রকাশ করে র‍্যাব। তবে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোন ধরণের ইঙ্গিত তারা কখনোই করেন নি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।
০৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে