মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১২:৪৭:১৩

চাঁদপুরের অলিউল্লাহ হত্যায় চট্টগ্রামে ৬ জনের ফাঁসি

চাঁদপুরের অলিউল্লাহ হত্যায় চট্টগ্রামে ৬ জনের ফাঁসি

নিউজ ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় অলিউল্লাহ হত্যা মামলার বিচার শেষে ছয় জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে চট্টগ্রামের আদালত।

দুই বছর আগের এই মামলায় মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন বলে ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান জানিয়েছেন।

একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই মামলার অভিযোগ গঠনের পর মোট ১০ আসামির মধ্যে চার জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

আইয়ুব জানান, ২০১৪ সালের ৩০ জুলাই কোরবানির ঈদের রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ইউনিয়নের অলিউল্যাহ মৃধাকে কুপিয়ে হত্যার পর নিহতের স্ত্রী জয়নব বেগম কচুয়া থানায় হত্যা মামলাটি করেন।
০৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে