ঢাকা : ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেসার উদ্দিন (ক্যাডার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এ পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
৯ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম