বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৩:২৯:৩৮

মীর কাশেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ পরিবারের!

মীর কাশেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ পরিবারের!

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। মঙ্গলবার রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার।

তাহমিনা আক্তার বলেন, রাত এগারোটার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কে তাদের বাসায় কলবেল বেজে ওঠে। তিনি দরজা খুলে দিলে সাদা পোশাকের পাঁচজন লোককে দেখেন। তারা জানতে চান, তার স্বামী (আহমেদ বিন কাশেম) কোথায়। এ সময় তার স্বামী দরজার কাছে এলে তারা তাকে তাদের সঙ্গে যেতে বলেন। পরিচয় জানতে চাইলেও ওই ব্যক্তিরা নিজেদের পরিচয় দেননি। তার স্বামী যেতে রাজি না হলে তারা আহমেদ বিন কাশেমকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যায়। তাদের সঙ্গে তাহমিনা নিচে নামেন। এ সময় ওই পাঁচজন কাশেমকে বড় একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান বলে তাহমিনা জানিয়েছেন।

এ সম্পর্কে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহমেদ বিন কাশেমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কোনো তথ্য তার কাছে নেই। পুলিশ এ নামে কাউকে আটক করেনি বলেও তিনি জানান।

আহমেদ বিন কাশেমের আটকের বিষয়ে এসআই মানিক বলেন, ‘আমরা এই নামে কাউকে আটক বা গ্রেফতার করিনি। আহমেদ বিন কাশেমের পরিবারের সদস্যরা এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন। তারা ওসি (তদন্ত) স্যারের সঙ্গে কথা বলেছেন। আমরা এ বিষয়ে আর বেশি কিছু জানি না।’
১০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে