বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৯:৪৫

বিএনপির সমর্থন, শিক্ষক নেতাদের হুমকি

বিএনপির সমর্থন, শিক্ষক নেতাদের হুমকি

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পদত্যাগের দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।  

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত শিক্ষকদের এক প্রতিবাদ সমাবেশে এ  হুমকি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে অবমাননাকর দাবি করে দুইদিনের কর্মবিরতি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

 বুধবার সকালে এ কর্মবিরতি শুরু হয়েছে।  কর্মবিরতির ফলে সকাল থেকে কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পে-কমিশনে কী রয়েছে  সেটা না বুঝতেই দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে; এর কোনো যৌক্তিকতা নেই।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই প্রফেসর হতে চায়।

শিক্ষকদের পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ আনেন তিনি।  অর্থমন্ত্রী বলেন, আন্দোলন বাদ দিয়ে তাদের (শিক্ষক) নিজেদের দুর্নীতি কমানোর দিকে বেশি নজর দেয়া উচিত।

এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল এক যৌথ বিবৃতিতে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘অনভিপ্রেত ও অসংলগ্ন’ বলে উল্লেখ করেন।  তারা বলেন, এমন মন্তব্যের মাধ্যমে অর্থমন্ত্রী জাতির কাছে নিজেকে হাস্যকর করে তুলেছেন।

অর্থমন্ত্রীর এ বক্তব্য এবং মন্ত্রিসভায় পাস হওয়া নতুন বেতন কাঠামোকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য মর্যাদা হানিকর বলে দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।  মঙ্গলবার রাত নয়টায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় দুইদিনের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সমাবেশে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খায়রুল আলম কুদ্দুসী বলেন, অর্থমন্ত্রী এক সময় সরকারি আমলা ছিলেন। তিনি স্বৈরশাসক এরশাদের মন্ত্রিসভারও সদস্য ছিলেন।  শিক্ষকদের দুঃখ-দুর্দশা তার পক্ষে বোঝার কথা নয়।

এ শিক্ষক নেতা বলেন, বেশি বাড়াবাড়ি এবং বেফাঁস কথা বললে অতীতের অনেক কিছু বেরিয়ে আসবে।  জনসম্মুখেও আসার পথ বন্ধ হয়ে যাবে।  শিক্ষকদের সম্পর্কে মানহানিকর বক্তব্য অর্থমন্ত্রী প্রত্যাহার না করলে চলমান স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন আন্দোলনের পাশাপাশি অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিও যুক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।

এদিকে  স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি যৌক্তিক।  বিএনপি এ আন্দোলন সমর্থন করে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৬৮৫ শিক্ষক কর্মরত আছেন।  এর মধ্যে অধ্যাপক পদে রয়েছেন ৫ হাজারেরও ওপরে।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে