বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১০:২৮:৫৮

বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

তানভীর আহমেদ, লন্ডন : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে সরকারের গৃহীত পদক্ষেপ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায়  ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে‘র সহযোগিতা কামনা করেছেন ইউকে বেঙ্গলি উইমেন্স ফোরামের সদস্যরা।  

সংগঠনের সভানেত্রী মেহের নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক কামরুন্নাহার লিপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১০ নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্বারকলিপি দিয়ে এই আহ্বান জানান।

ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিনিধি দল ভবিষ্যতেও এই ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার জন্য নতুন প্রধানমন্ত্রী টেরেসা মের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি ও যুদ্ধাপরাধীদের বিচারে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে স্মারক লিপিতে। -বাংলা ট্রিবিউন
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে