বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১০:৪৪:২০

আদালতে খালেদা, নিরাপত্তা জোরদার

আদালতে খালেদা, নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক : নাইকো দুর্নীতির মামলাসহ মোট ১২ মামলায় হাজিরা দিতে নিম্ন আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বুধবার সকাল ১০টার দিকে তিনি গুলশানের নিজ বাসা থেকে আদালতের দিকে রওনা দেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গণ এবং এর আপশাপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান করছেন। আদালতে প্রবেশের আগে  আইনজীবী ও বিচারপ্রার্থীদের তল্লাশি করা হচ্ছে। এমনকি আইনজীবীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে।

নাইকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১২ মামলায় আদালতে হাজিরা দেবেন মঙ্গলবার খালেদা জিয়া।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকার দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া। মামলাগুলোর মধ্যে ৮টি মহানগর দায়রা জজ আদালতে ও একটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন।

তিনি আরও জানান, এ ৯ মামলা ছাড়াও নাইকো দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দেবেন তিনি।

এদিকে, খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে নিম্ন আদালতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির নবগঠিত কমিটি। বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদেরও আদালত প্রাঙ্গণে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে