বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১০:৫৫:২১

৩ জেলায় চলছে হরতাল

৩ জেলায় চলছে হরতাল

নিউজ ডেস্ক : তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা চলছে। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে মঙ্গলবার এ হরতাল আহ্বান করে স্থানীয় বাঙালিভিত্তিক পাঁচটি সংগঠন।

এদিকে হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনো জেলা শহরের অধিকাংশ দোকানপাট খোলেনি।

হরতালে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের দু'একটি স্থানে হরতালের পক্ষে পিকেটিং করছে হরতাল সমর্থকরা। স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উক্ত আইনের ফলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে এবং এখানকার বাঙালিদের ভূমি থেকে উচ্ছেদ হতে হবে।

পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ যৌথভাবে এ হরতালের ডাক দেয়।
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে