বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১১:৫৭:০৮

সাখাওয়াতসহ ৮ জনের ৭৬৮ পৃষ্ঠার রায় পড়া শুরু

সাখাওয়াতসহ ৮ জনের ৭৬৮ পৃষ্ঠার রায় পড়া শুরু

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির নেতা ও যশোরের সাবেক এমপি সাখাওয়াত হোসেনসহ আট আসামির বিরুদ্ধে করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল।
 
বুধবার বেলা ১১টায় বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭৬৮ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।
 
এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে এ মামলায় কারাগারে আটক দুই আসামি সাবেক এমপি সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন বিশ্বাসকে ট্রাইব্যুনালের হাজতখানায় হাজির করা হয়। তাদের উপস্থিতিতে রায় পড়া শুরু করে ট্রাইব্যুনাল।
 
এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
 
ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের বলেন, ‘রায়ের জন্য অপেক্ষমাণ এ মামলাটি মঙ্গলবার কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করে দেন।’
 
এই মামলায় আট আসামি হলেন : সাবেক এমপি সাখাওয়াত হোসেন, মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এমএ আজিজ সরদার, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আবদুল খালেক। আসামিদের মধ্যে সাখাওয়াত ও বিল্লাল কারাগারে রয়েছেন। বাকি ছয়জনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে। এ মামলায় অভিযুক্ত আরেক আসামি মো. লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় মারা যান।
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে