বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৯:১১

জাফলংয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২ পর্যটকের

জাফলংয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২ পর্যটকের

নিউজ ডেস্ক : সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঈদের ছুটি কাটাতে গিয়ে গত ২৪ ঘন্টায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সোহাগ মিয়া (২৩) ও মোহাম্মদ ইব্রাহিম আলী (২০)। সোহাগ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাওয়ের মৃত শাহজাহান মিয়ার ছেলে। তিনি আইনজীবির সহকারি ছিলেন। নিহত ইব্রাহিম কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষিপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সোহাগ ও তার চার বন্ধু মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন। এসময় স্রোতের টানে সোহাগ তলিয়ে যায়। সাঁতার না জানায় সে আর উঠতে পারেনি। স্থানীয় লোকজন প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে সোহাগের লাশ উদ্ধার করেন।

এর আগে গত সোমবার কুমিল্লা থেকে মোহাম্মদ ইব্রাহিমসহ পনেরো জন বন্ধু মিলে পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে যায়। দুপুরে পিয়াইনের স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন তারা। এ সময় সাঁতার না জানায় স্রোতের টানে তলিয়ে যান ইব্রাহিম। স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেলে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে টুরিস্ট পুলিশ সিলেটের পরিদর্শক আফজাল হোসেন জানান, একদিনের ব্যবধানে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে পানিতে ডুবে নিহত হওয়া দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের জন্য গোয়াইনঘাট থানা পুলিশ ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া নিহত ইব্রাহিমের লাশ আইনি প্রক্রিয়া শেষে থানার পুলিশ সোমবার বিকেলেই তার স্বজনদের কাছে হস্তান্তর করে
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে