নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির নেতা ও যশোরের সাবেক এমপি সাখাওয়াত হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি সাতজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই জানানো হয়, সংখ্যাগরিষ্ঠোর ভিত্তিতে রায় ঘোষণা হবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যানের প্রারম্ভিক বক্তব্যের পর বিচারপতি শাহিনুর ইসলাম ৭৬৮ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন। অপর বিচারপতি মো. সোহরাওয়ার্দীও এজলাসে উপস্থিত ছিলেন।
২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এটি ২৬তম রায়। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে।
এ মামলায় সাখাওয়াত ছাড়া বাকি সাত আসামি হলেন- মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেক। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এদের মধ্যে সাখাওয়াত ও বিল্লাল আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ পরিচালিত হয়েছে। এ মামলায় অভিযুক্ত আরেক আসামি মো. লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।
এর আগে বুধবার সকালে দুই আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। রায়কে ঘিরে বরাবরের মতোই ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশ পথে ছিল যথেষ্ট তল্লাশির ব্যবস্থা।
প্রসঙ্গত, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। প্রসিকিউশনের আবেদনে ২০১৪ সালের ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল সাখাওয়াতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২৯নভেম্বর রাজধানীর উত্তরখান থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আদালত নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। এরপর ২৪ নভেম্বর অভিযোগ গঠনের ওপর পক্ষে-বিপক্ষে শুনানি শেষে ২৩ ডিসেম্বর বিচার শুরুর আদেশ দেয় আদালত।
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম