নিউজ ডেস্ক : জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি পরিচালিত অাত-তামকিন ওয়েবসাইটের অ্যাডমিন ও সংগঠনটির স্লিপার সেলের পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশে বিশেষে বাহিনী র্যাব।
বুধবার সকালে র্যাবের এক মুঠোফোন বার্তায় জানানো হয়, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গি সদস্যরা অনেকদিন ধরে পালিয়েছিল। তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।
এ সময় তাদের থেকে অস্ত্র, গোলাবারুদ, আইডিকার্ড ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। দুপুরে র্যাব সদর দফতরে এক সংবাদ বিফ্রিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম