বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০২:১৪:৪৮

সতর্ক থাকার আহ্বান আইজিপির

সতর্ক থাকার আহ্বান আইজিপির

নিউজ ডেস্ক : জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় দেশের প্রত্যেক নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বুধবার দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় নগর সার্কুলার বাস সার্ভিস ঢাকা-চাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ কে এম শহীদুল হক বলেন, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিদেশিদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আমরা সব শঙ্কা দূর করে আগের সেই আস্থা ফিরিয়ে আনবো।

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নেই হবে না বলে হুঁশিয়ারি করে দেশের অভিভাবকদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, আপনাদের সন্তানদের দেখভাল করেবন, কোথায় যায়, কী করে নজর রাখবেন। সন্তানদের কোনো পরিবর্তন দেখলে খোঁজ নিন, প্রয়োজনে পুলিশকে জানান।
১০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে