বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩১:২১

ইতালিয়ান হত্যায় বিএনপি নেতা জড়িত : প্রধানমন্ত্রী

ইতালিয়ান হত্যায় বিএনপি নেতা জড়িত : প্রধানমন্ত্রী

ঢাকা : ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন বিদেশি নাগরিক মারা যাওয়ায় আমরা সত্যিই দুঃখিত। তবে এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশে পশ্চিমা বিভিন্ন দেশে রেড এলার্ট জারি করায় উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নিউ ইয়র্কেই আওয়ামী লীগের সহ-সভাপতিকে হত্যা করা হয়েছে। তখনতো কোন দূতাবাস রেড এলার্ট জারি করেনি।

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যার পরপরই দূতাবাসগুলো রেড এলার্ট জারি করলো। আর আমরা বিএনপির এক নেতাকে তৎপর দেখলাম। তাতে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনা বেরিয়ে আসতে পারে। ঢাকায় ফিরেই এই ব্যবস্থা আমি নিবো।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত রাজনৈতিক দল। তারা রাজনীতি করতে পারে। কিন্তু বিএনপি-জামায়াত এখন জঙ্গিগোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা মানুষ খুন করে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে চায়। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত বিদেশি নাগরিককে হত্যা করতে পারে।
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে