বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৪:৩০

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

নিউজ ডেস্ক : সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আক্কাস ওরফে রহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্য- নিহত যুবক সাগর সৈকত নামের বনদস্যুবাহিনীর প্রধান ছিলেন।

শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খালে বুধবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত আক্কাস ওরফে রহিমের বাড়ি বরগুনার পাথরঘাটায়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর বলেন, ‘র‌্যাবের একটি টহল দল চরদোয়ানি থেকে আলোর কোল যাচ্ছিল। পথে খবর পায়, আমগাছিয়া খালে বনদস্যুরা অবস্থান করছে। র‌্যাব কাছাকাছি গিয়ে টর্চলাইট মারলে বনদস্যুরাও লাইট মারে। বনদস্যুরা র‌্যাবকে সাধারণ জেলে মনে করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে র‌্যাব বনদস্যুদের উপস্তিতি নিশ্চিত হয়ে অভিযান শুরু করে। তখন র‌্যাব ও বনদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়।’

তিনি জানান, গুলির শব্দ থেমে গেলে স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল তল্লাসি করে এক জনের মৃতদেহ, ১৫টি আগ্নোস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব। জেলেরা মৃতদেহটিকে সাগর-সৈকত বাহিনীর প্রধান রহিম বলে সনাক্ত করেন।
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে