বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০১:২০:৪৮

‘আর কোন জঙ্গি হামলা হলে খালেদা জিয়ার পরিণতি হবে ভয়াবহ’

‘আর কোন জঙ্গি হামলা হলে খালেদা জিয়ার পরিণতি হবে ভয়াবহ’

নিউজ ডেস্ক : দেশে আর কোনো জঙ্গি হামলা হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ সম্মুখীন হতে হবে বলে জানিয়ে দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার ঢাকায় এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া আপনি টের পাননি, কী ভয়াবহ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। আর একটি জঙ্গি হামলা হলে আপনার পরিণতি ভয়াবহ হবে।’

সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক শোভাযাত্রা পরবর্তী সমাবেশে কর্মচারীদের মধ্যে কেউ দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কি না- তা খুঁজে বের করতে তাদের নিয়ে ‘সেল’ গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।

জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বাংলাদেশের অগ্রযাত্রা ঠেকাতে বিএনপি ‘আড়ালে থেকে জঙ্গিবাদকে সমর্থন’ দিচ্ছে বলে অভিযোগ করেন।

সমাবেশের আগে শাহবাগ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের করে কর্মচারী কল্যাণ ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে ফের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় সে শোভাযাত্রা।

সেখানে সংগঠনের সভাপতি ওয়ারেছ আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের নেতা ইসমত কবীর গামা ও অভিনেতা রোকেয়া প্রাচী।

১১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে