বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০১:৫৩:৪২

মেয়র নাছিরের অভিযোগ খতিয়ে দেখবে মন্ত্রণালয়

মেয়র নাছিরের অভিযোগ খতিয়ে দেখবে মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : ঘুষ না দেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের বরাদ্দ কম দেওয়া হয়েছে বলে মেয়র আ জ ম নাছির উদ্দিনের তোলা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে মেয়র নাছিরের উপস্থিতিতে এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একজনের ব্যক্তিগত অভিযোগ তো থাকতেই পারে। অভিযোগ তো প্রমাণসাপেক্ষ, আমরা দেখব। ... প্রমাণিত হলে তো এটা গুরুতর অভিযোগ। আমরা মন্ত্রণালয় থেকে অভিযোগটা বিবেচনা করব এবং আইডেন্টিফাই করব।

চট্টগ্রামের মেয়রের কাছে সামনা সামনি বিষয়টি জিজ্ঞাসা করবেন কি না জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এটা জনসম্মুখে আলোচনার বিষয় না। আর আজকের বিষয়টা এটা না, অন্য কোনো বিষয় থাকলে বলেন।

বুধবার চট্টগ্রামে এক সভায় নাছির বলেন, দাবি মতো কর্মকর্তাদের ঘুষ দিলে যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত, সেখানে তা না দেওয়ায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা। আমাকে বলা হলো- করপোরেশনের জন্য যত টাকা চাই দেওয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য পাঁচ শতাংশ করে দিতে হবে।

মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের সভা শেষে সাংবাদিকরা নাছিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, একটু কাজ আছে সেটা করে আসি, পরে এনিয়ে কথা বলা যাবে।

এরপরেও সাংবাদিকরা নাছিরকে কথা বলার অনুরোধ জানালে তিনি দ্রুত স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সঙ্গে তার কক্ষে ঢুকে পড়েন।
১১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে