বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৩:২৩:৩৩

প্রিয়ভাষিণী পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি

প্রিয়ভাষিণী পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি

নিউজ ডেস্ক : একাত্তরের বীরাঙ্গনা ফেরদৌসী বেগমকে (প্রিয়ভাষিনী) মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান।

এদিকে, ফেরদৌসী প্রিয়ভাষিনীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি গেজেট জারি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান ফারুকী এতে স্বাক্ষর করেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়ভাষিনীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এনিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাাঁড়ালো ৯১ জনে।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা প্রতি মাসে ৮ হাজার টাকা করে ভাতাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের মত সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।
১১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে