নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিজান বেকারি থেকে যখন জিম্মিদের বের হয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, তখন তাহমিদ হাসিব খানের হাতে একটি কোরআন শরিফ দেয়ার চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে তাহমিদ তা নিতে অস্বীকার করেন।
গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রকাশ আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, তাতে এই কথা বলেছেন তিনি। গুলশান হামলার রাতে যা যা দেখেছেন তার বর্ণনাও তুলে ধরেছেন সাত প্রকাশ।
জবানবন্দির শুরুতে এক জায়গায় তাহমিদকে প্রথমবার দেখার কথা জানাতে গিয়ে সাত প্রকাশ বলেন, ‘আমি এক হামলাকারীকে ইসলাম নিয়ে এক যুবকের সঙ্গে কথা বলতে শুনি (পরে আমি ওই যুবকের নাম জেনেছি, তিনি তাহমিদ)।
আর্টিজান থেকে জিম্মিদের বের হয়ে যাওয়ার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে সাত প্রকাশ বলেন, ‘আমি দেখি, এক ব্যক্তি (হামলাকারী) তাহমিদকে পবিত্র কোরআন শরিফ দিচ্ছিল। কিন্তু তাহমিদ তা নিতে অস্বীকৃতি জানান। তখন আমি পবিত্র কোরআন শরিফ হাতে নেয়ার সিদ্ধান্ত নেই।’-বাংলা ট্রিবিউন
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই