বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৬:০৮:১৫

১৮ বছরের আগে কুরবানির পশু জবাই নয়

১৮ বছরের আগে কুরবানির পশু জবাই নয়

নিউজ ডেস্ক : কুরবানির ঈদ অর্থাৎ ঈদ-উল-আযহার সময় ১৮ বছর বয়স হয়নি এমন কেউ পশু জবাই করতে পারবেনা।

স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, যাদের বয়স এর চেয়ে কম তাদের পশু জবাই না করার অনুরোধ জানানো হয়েছে।

সচিবালয়ে এক সভার পর স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সাংবাদিকদের জানান নির্দেশনাটি আগে থেকেই দেয়া থাকলেও এবার ঈদে এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে।

কুরবানির পশু জবাই ও বর্জ্য অপসারন নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

পরে সচিব বলেন, "'অপ্রাপ্তবয়স্ক কাউকে যেন কুরবানির কাজে অংশ না লাগানো হয় সেজন্য অনুরোধ করছি'।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রায় সর্বত্রই কুরবানির ঈদের দিন সাধারণত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাই বাড়ি বাড়ি গিয়ে পশু জবাইয়ের কাজটি করে থাকেন।

এর মধ্যে অনেক সময় খুব কম বয়সী শিক্ষার্থীদের এ ধরণের কাজ করতে দেখা যায়। বাংলাদেশে ৩৫ থেকে ৪০ লাখ পশু কুরবানি দেয়া হয়।

সচিব জানিয়েছেন ১১ সিটি কর্পোরেশনে ২ হাজার ৯৪৩ টি নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য ৮৮৫ জন ঈমাম ও প্রায় সাড়ে ১২ হাজার কসাই থাকবেন।

জেল পর্যায়েও পশু জবাইয়ের স্থানে ঈমাম ও কসাই থাকবে। তিনি নির্ধারিত স্থানে এনে পশু জবাইয়ের জন্য সবাইকে অনুরোধ জানান।-বিবিসি
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে