শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৫:০৯:৪৯

মিয়ানমারের ৯২ জেলেকে ক্ষমা করল বাংলাদেশ

মিয়ানমারের ৯২ জেলেকে ক্ষমা করল বাংলাদেশ

নিউজ ডেস্ক : অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের ৯২ জেলেকে ক্ষমা ঘোষণা করেছে বাংলাদেশ। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ক্ষমা ঘোষণার কথা জানিয়েছে।

এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে এই জেলেরা মাছ ধরার ১২টি নৌকাসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেছিলেন। বাংলাদেশ কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলেদের আটক করে। ঢাকায় মিয়ানমার দূতাবাসকে এ গ্রেফতারের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় অবহিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ২৩ জুন ঢাকায় মিয়ানমারের দূতাবাস এ জেলেদের সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্যে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, এ জেলেদের জিপিএসের মত সীমানা নির্ধারনী সরঞ্জাম না থাকায় অসাবধানতাবশতঃ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুপ্রতিবেশিসুলভ মনোভাবের প্রকাশ এবং মিয়ানমারের সঙ্গে সম্পাদিত ১৯৮০ সালের সীমান্ত চুক্তির আলোকে অনুরোধ পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ এই জেলেদের ক্ষমা ঘোষণা করে।

এতে আরও বলা হয়, ঢাকায় মিয়ানমারের দূতাবাসকে খুব দ্রুত তাদের দেশের জেলেদের মিয়ানমারের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া সম্পাদনের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে যে, এই শুভেচ্ছা দুদেশের জনগণের মধ্যে শুভ কামনা সম্প্রসারণ করবে। তার ওপর অনিয়মিত পরিস্থিতির মধ্যে পড়া মানুষদের দুর্ভোগও এ পদক্ষেপের ফলে কমবে।

উল্লেখ্য, মিয়ানমার কর্তৃপক্ষ গত বছরের আগস্টে এবং চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের ২২জন জেলেকে ক্ষমা করেছিল। ক্ষমা ছাড়াও ১৯৮০ সালের সীমান্ত চুক্তি অসাবধানতাবশতঃ অনুপ্রবেশের ব্যাপারে সাড়া দেয়ার সুযোগ দিয়েছে। -যুগান্তর
১২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে