শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ১২:৩২:১৪

১০ উদীয়মান বাজারের তালিকায় প্রথম বাংলাদেশ

১০ উদীয়মান বাজারের তালিকায় প্রথম বাংলাদেশ

নিউজ ডেস্ক : লন্ডনভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান বিএমআই রিসার্চ ভবিষ্যতের যে ১০টি উদীয়মান বাজার চিহ্নিত করেছে তার মধ্যে প্রথম বাংলাদেশ। সংস্থারটির মতে, আগামী ১০ বছরে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হবে এই ১০ উদীয়মান বাজার।

বাংলাদেশ ২০১৫ সালে ৬.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। গার্মেন্ট এবং কৃষিভিত্তিক পণ্য রফতানি করে এ দেশ আগামী বছরগুলোতেও জোরালো প্রবৃদ্ধি অর্জন করবে বলে সংস্থারটির প্রতিবেদনে বলা হয়েছে।

দ্বিতীয় দেশ মিসর। ২০১৫ সালে ৪.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। মিসরের প্রবৃদ্ধিতে মূল চালিকাশক্তি প্রাকৃতিক গ্যাস। তৃতীয় ইথিওপিয়া। কৃষিভিত্তিক শিল্পকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে এ দেশ।

চতুর্থ দেশ ইন্দোনেশিয়া। কৃষিভিত্তিক শিল্পকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে দেশটি। পঞ্চম উদীয়মান বাজার কেনিয়া। চা, কফিসহ কৃষিভিত্তিক বিভিন্ন পণ্য রপ্তনি করে প্রবৃদ্ধি অর্জন করছে কেনিয়া।

ষষ্ঠ উদীয়মান বাজার মিয়ানমার। মিয়ানমারে বিদেশি বিনিয়োগ দ্রুত বাড়ছে। আফ্রিকার দেশ নাইজেরিয়া অন্যতম উদীয়মান বাজার। দেশটির অর্থনীতিতে বড় শক্তি জ্বালানি তেল।

অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। এ দেশটির বড় সম্ভাবনা কৃষিভিত্তিক শিল্প ও তেল। এশিয়ার আরেক সম্ভাবনাময় বাজার ফিলিপাইন। এ  ইলেকট্রনিক পণ্য, পরিবহন যন্ত্রাংশ ইত্যাদি রপ্তানি করে এগিয়ে যাচ্ছে ফিলিপাইন। ১০ উদীয়মান বাজারের সর্বশেষ দেশ ভিয়েতনাম। কৃষিভিত্তিক পণ্য ও তেলকে ঘিরে এ দেশটি এগিয়ে যাচ্ছে।

সংস্থারটির প্রতিবেদনে বলা হয়, এ দেশগুলোর অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ম্যানুফ্যাকচারিং ও নির্মাণ খাত। নতুন ম্যানুফ্যাকচারিং কেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানে। এ দেশগুলো, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং পণ্য রফতানিতে জোরালো প্রবৃদ্ধি দেখাবে। এসব দেশে নির্মাণ খাতও ব্যাপকতা লাভ করবে। মূলত নগরায়ণ এবং ম্যানুফ্যাকচারিং খাতের সম্ভাবনা থেকেই নির্মাণ খাত অনেক বেশি বিস্তৃত হচ্ছে দেশগুলোতে। অন্যদিকে মাইনিং, তেল ও গ্যাসের মতো খাতগুলোর ভূমিকা প্রবৃদ্ধিতে আগের চেয়ে ক্ষুদ্র হবে। -জাগো নিউজ
১২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে