বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৩:৫৩

মেডিক্যাল ভর্তিচ্ছুদের লাঠিপেটা, আটক ৩৫

মেডিক্যাল ভর্তিচ্ছুদের লাঠিপেটা, আটক ৩৫

ঢাকা : মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রায় সবাইকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে আসলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়। পরে তারা সেখানেই বসে পড়ার চেষ্টা করলে পুলিশ ওই ব্যারিকেড খুলে দেয়।

শিক্ষার্থীরা আবার মিছিল নিয়ে শাহবাগের দিকে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। সেখান থেকে অন্তত ৩৫জন শিক্ষর্থীকে আটক করে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। আটকৃতদের সঠিক সংখ্যা জানা যায়নি। এদিকে এ ঘটনার পরপরই একই দাবীতে শাহবাগের দিকে মিছিল নিয়ে রওনা হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মিছিলটি শাহবাগ থানা বরাবর আসলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দু’পক্ষের মাঝে হাতাহাতি লেগে যায়। এক পর্যায়ে টেনে হিছড়ে আন্দোলকারীদের থানার ভেতর নিয়ে যায় পুলিশ।

থানার গেইটের পাশের কক্ষটিতে ঢুকানো হয় কয়েকজন নারী শিক্ষার্থীসহ কমপক্ষে ১২ জনকে। রুমের লাইট বন্ধ করে দেওয়া হয়। এসময় ভেতর থেকে ব্যাপক চেচামেচির আওয়াজ শোনা যায়। রুমের জানালা খুলে দিলে ছাত্রফ্রন্ট নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদেরকে আলো নিভিয়ে মারধর করা হয়েছে। রমনা জোনের উপ কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, আমরা গাড়ী চলাচলের জন্য ব্যারিকেড খুলে দিয়েছিলাম। কিন্তু তারা শাহবাগ গিয়ে রাস্তা অবরোধ করতে চেয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।  
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে