ঢাকা : দেড় বছরেরও বেশি সময় আগে না ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ছোট ছেলের জন্মদিনে মা খালেদা জিয়া অশ্রুসিক্ত নয়নে হাজির হন কবরের পাশে।
শুক্রবার সন্ধ্যার পর বনানীতে কোকোর কবরে যান খালেদা জিয়া। কবর জিয়ারত শেষে তিনি দোয়া ও মোনাজাত করেন। পরে বেশ কিছুক্ষণ ছেলের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল।
কবর জিয়ারতের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, ওরামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।
২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময়ে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে ক্রিকেট অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হবার নয়।
বনানী কবরস্থান প্রাঙ্গণে কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আশফাক আহমেদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খানসহ মুক্তি পরিষদ ও স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম