শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ১২:০৪:৫৮

নালায় পড়েছে খেটে খাওয়া মায়ের ফুটফুটে শিশুটি!

নালায় পড়েছে খেটে খাওয়া মায়ের ফুটফুটে শিশুটি!

ঢাকা : রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের ৫ নম্বর অ্যাভিনিউতে মা ও বোনের সাথে থাকতো তিন বছর বয়সী শিশু সুজন।  তার মা মোসাম্মত রুবী বিভিন্ন বাসায় কাজ করেন।

মোসাম্মত রুবি জানান, প্রতিদিনের মত তিনি কাজের জন্য বেরিয়ে গেলে তার ৬ বছর বয়সী মেয়ের কাছেই থাকতো সুজন।  আজ বিকেলে কাজ থেকে ফিরে এসে তিনি দেখতে পান সুজন নেই।  এরপর খোঁজ শুরু করা হয়।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন ঘটনাস্থল থেকে জানান, সকাল এগারোটার দিকে ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস খবর পেয়েছে আটটার দিকে।

তিনি জানান, শিশুটির বাসার পাশেই বেশ বড়সর একটি নালা রয়েছে।  শিশুটি নালায় পড়ে থাকতে পারে বলেই তারা আশঙ্কা করছেন। সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

এক মাসে আগেই রাজধানীর মহাখালী এলাকায় আরেকটি শিশু নিখোঁজ হওয়ার পর কাছের একটি নালার ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে