শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ০১:১৬:০২

‘নিবন্ধনে উত্তীর্ণরা নিজ উপজেলাতে নিয়োগ পাবেন’

 ‘নিবন্ধনে উত্তীর্ণরা নিজ উপজেলাতে নিয়োগ পাবেন’

নিউজ ডেস্ক: এবার থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা নিজ উপজেলাতে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চাহিদা নিয়েছি। এর ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ অনলাইনেই নিয়োগপ্রাপ্তদের জানিয়ে দেয়া হবে, তিনি কোথায় নিয়োগ পেলেন।
 
তিনি আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীরা নিজ উপজেলাতে নিয়োগ পাবেন। সেখানে পদ ফাঁকা না থাকলে নিজ জেলাতে পাবেন। জেলাতে না হলে বিভাগে পাবেন।
 
স্কুল, কলেজ বা মাদ্রাসা সভাপতির নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।
 
এ সময় অন্যদের মধ্যে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ'র চেয়ারম্যান এএমএম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এবার সারাদেশ থেকে প্রিলিমিনারিতে ৬ লাখ ২ হাজার ৫৩৩ জন প্রার্থী স্কুল, কলেজ, মাদ্রাসা ও টেকনিক্যাল পদের জন্য আবেদন করেছিলেন।
১৩ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে