নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলায় জড়িত হিসেবে যাদের নাম আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী পেয়েছে, তাদের নাম শুনলে অবাক হয়ে যাবেন।'
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনে অন্যান্য দেশে যে পদ্ধতি অবলম্বন করা হয়, বাংলাদেশেও একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ‘ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্রে বড়-বড় জঙ্গি হামলা হলেও সেখানকার নিরাপত্তা নিয়ে কোনও কথা হয় না। আর বাংলাদেশে হামলা হওয়ার পর নিরাপত্তার বিষয়টি তাদের কাছে বড় হয়ে গেল।’
পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্না চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অধ্যাপক খালেদা খনম প্রমুখ।-বাংলা ট্রিবিউন
১৩ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস