শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ০৩:৩৫:৩৬

‘দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন মা’

 ‘দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন মা’

ঢাকা : রাজধানীর উত্তর বাসাবোতে নিজের বাসায় দুই শিশুকে গলাকেটে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা তানজিনা রহমান।  শনিবার ভোরে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দায় স্বীকার করেন তিনি বলে গণমাধ্যমকে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ফকির।

১৩ আগস্ট শনিবার ভোর ৪টার দিকে দুই শিশুর মা তানজিনা রহমানকে সুবজবাগ এলাকা থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

এর আগে শনিবার ভোরে দুই শিশুকে হত্যার ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন তার স্বামী মাহবুব রহমান।

তানজিনাকে ওই মামলায় আসামি করা হয়েছে। হত্যার সঙ্গে আর কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাসা থেকে শুক্রবার রাতে দুই ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।  রাত পৌনে ১০টার দিকে 'ষড়ঋতু' নামের একটি ছয়তলা ভবনের চিলেকোঠায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭) বাবা মাহবুব রহমান ওয়াসায় চাকরি করেন।

মাহবুব রহমান জানান, তিনি এশার নামাজ পড়তে গিয়েছিলেন।  বাসায় ফিরে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ।  পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর একজনের এবং পাশের কক্ষে অন্য সন্তানের লাশ দেখতে পান তিনি।

ওই সময় স্ত্রী তানজিনা রহমান ঘরে ছিলেন না।  নিহত দুই শিশু মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশের ধারণা, দুই শিশুকে তাদের মা হত্যা করেছে।  তিনি মানসিক ভারসাম্যহীন।

ঢাকা মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান বলেন, একটি লাশ বেডরুমের বিছানায়, অন্যটি পাশের রুমে ছিল।

তিনি বলেন, মাহবুব রহমান ওয়াসার কম্পিউটার অপরেটর পদে চাকরি করেন।  তিনি সন্ধ্যার পর বাড়ির বাইরে যান।  পরে ফিরে এসে এ অবস্থা দেখতে পান তিনি।  

এ হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক লোক জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।  

তিনি বলেন, বাসা থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।  হয়তো এটা দিয়ে হত্যাকারীরা তাদের হত্যা করতে পারে, আবার নাও করতে পারে।  এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

জানা গেছে, গত আট মাস ধরে তারা ওই বাড়িতে ভাড়া থাকেন।  বাড়িটি এক বছর আগে তৈরি করা।
২০০৮ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরপরই তার যে মানসিক সমস্যা তা বুঝতে পারে পরিবারের লোকজন।  
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে