ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার মামলায় আজ শনিবার গ্রেফতার দেখানো হাসনাত করিমের দ্বিতীয় দফায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হকের আদালতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার তাহমিদ হাসিব খানের আবারো ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল। তবে আদালত শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মুখ্য মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ শুনানি হয়।
তাহমিদের রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবির।
এদিকে আজ শনিবার হাসনাত রেজাউল করিমকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট গ্রেফতার দেখায়।
উল্লেখ্য, হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা ঘটনার পর জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানের চলাফেরা ও অস্ত্র হাতে নেয়ার দৃশ্যের ভিডিও এবং স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে হাসনাত করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
অপরদিকে কানাডার প্রবাসী টরেন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগে জঙ্গি হামলা ঘটনার ৩৩ দিন পর গত ৪ আগস্ট তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৮দিন করে রিমান্ডে নেয়া হয়েছিল।
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম