শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ০৫:০২:০৩

খালেদা-তারেককে গালি দিয়েও নতুন কমিটিতে অনেকে : হান্নান শাহ্

খালেদা-তারেককে গালি দিয়েও নতুন কমিটিতে অনেকে : হান্নান শাহ্

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ বলেছেন, ‘১/১১ এর সময় যারা মান্নান ভূঁইয়ার পেছনে ঘুরঘুর করেছেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গালিগালাজ করেছেন তাদের অনেকেই নতুন কমিটিতে পদ পেয়েছেন'।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কমিটিতে বাদ পড়া নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা বাদ পড়েছেন সময়ের তাগিদে ষড়যন্ত্রকারীদের বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে স্থান দিতে হবে।

দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নতুন কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক ও তাঁতী দলের নেতৃবৃন্দ।
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে