ঢাকা : গৃহস্থালিতে গ্যাস ব্যবহারের পক্ষে নয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে, এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকার নানা পদক্ষেপের মাধ্যমে গৃহস্থালিতে গ্যাস ব্যবহার নিরুৎসাহিত করছে। বাসা-বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ আর না দিয়ে সিলিন্ডারে এলপিজি আমদানিতে উৎসাহিত করছে সরকার।
মুহিত বলেন, এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করেও কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।
অর্থমন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম, দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই গৃহস্থালিতে গ্যাস সরবরাহ করেছিলাম। এখন যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে তা একেবারেই যৎসামান্য।
তিনি বলেন, এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিত, অন্যদেরও বোঝানো উচিত। রান্না-বান্নায় আর গ্যাস ব্যবহার চলবে না।
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম