ঢাকা : দেশে সমসাময়িক সংকট ও জঙ্গিবাদ মোকাবেলায় একটি নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন হচ্ছে সমাধান বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
তিনি বলেছেন, তবে যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেই নির্বাচন। দেশে উন্নয়ন কার্যক্রম হচ্ছে এটা অস্বীকার করা যাবে না। তবে উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারেন না।
তিনি বলেন, আবার গণতন্ত্রহীন উন্নয়নও কাম্য নয়।
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলাপ-আলোচনা করতে হবে। সংবিধান তো কোরআনের আয়াত নয় যে, পরিবর্তন করা যাবে না।
শনিবার রাজধানীর সুন্দরবন হোটেলে সমসাময়িক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় এই নেতা বলেন, ২০ দলীয় জোট তো আছেই। এর বাইরে যাদের কাছে যাওয়া হচ্ছে, এ ব্যাপারে আরো সতর্কতা প্রয়োজন।
কর্নেল অলি বলেন, ২০ দলীয় জোট গঠনের আগে পরে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তারা খালেদা জিয়ার জোটে আসেনি। জোটের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। তাদের কেউ কেউ ধান্ধাবাজ, কেউ দুর্নীতিবাজ। তাই আলোচনা শুরুর আগে সতর্ক হওয়া উচিত ছিল।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের ব্যাপারে আদালত রায় দিয়েছেন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সঠিক নয়। বিচারে যে সিদ্ধান্ত আসে তা সবার জন্য প্রযোজ্য।
সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম