ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলার রায় ঘোষণা করা হবে কাল রোববার।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম রোববার দুপুরে এ রায় ঘোষণা করবেন।
গত ৪ আগস্ট আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন ধার্য করেন আদালত। মামলার বিচারকাজ চলাকালে ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
মামলার আসামিরা হলেন- সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকার আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী ফারুক আহমেদ, অস্থায়ী কর্মচারী নয়ন আলী, ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী আইনজীবী মেহেদী হাসান ও ম্যানেজার একেএম মাহাবুবুল আহসান।
আসামিদের মধ্যে ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম, মাহবুবুল আহসান, ফারুক আহমেদ ও নয়ন আলী কারাগার রয়েছেন। ৪ আগস্ট জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে সাকার চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর বয়স বিবেচনায় তার জামিন বহাল রাখেন ট্রাইব্যুনাল। সাকা চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী ৪ আগস্ট আদালতে আসার সময় ডিবি কর্তৃক আটক হন বলে দাবি করেন তার আইনজীবী।
তার জামিন বহাল রাখা হয়।
তবে রায় ঘোষণার দিন তাকে আদালতে হাজির করতে আইনজীবীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অপর আসামি মেহেদী হাসান পলাতক।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সাংবাদিকদের দেখান এবং স্পাইরাল বাইন্ডিং করা কপি নিয়ে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে যান।
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম